শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
মো সিরাজুল ইসলাম , নারায়ণগঞ্জ রূপগঞ্জ (প্রতিনিধি)
পূর্বাচলের বাণিজ্য মেলায় আজ ২৩তম দিন চলছে। এখন প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও বিক্রি নিয়ে চরম হতাশার কথা জানাচ্ছেন মেলার ব্যবসায়ী ও দোকানদাররা।
ব্যবসায়ীদের অভিযোগ, এবারের মেলায় বেচাকেনার অবস্থা আশানুরূপ নয়। অনেকেই বলছেন, যে পরিমাণ টাকায় দোকান ভাড়া নিয়েছেন, তার তিন ভাগের এক ভাগও উঠবে কি না—তা নিয়েই সন্দেহ রয়েছে। এতে করে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন তারা।
ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে, যার প্রভাব পড়েছে কেনাকাটায়। পাশাপাশি শীতের তীব্রতাকেও বিক্রি কম হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।
অন্যদিকে দর্শনার্থীদের অভিজ্ঞতা ভিন্ন। মেলায় আসা একজন ক্রেতা ডাঃফারুক আহাম্মেদ গণমাধ্যম কর্মীকে জানান । এবছরের পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গোছানো ও সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। পণ্যের বৈচিত্র্য ও মান ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে বিদেশি পণ্য সামগ্রীর চাহিদা দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে।
সব মিলিয়ে পূর্বাচল বাণিজ্য মেলায় দর্শনার্থীর আগ্রহ ও প্রশংসা থাকলেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি নেই।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।