বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে নতুন করে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ২৯ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন। নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাসপাতালের সেবা প্রদান বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা না থাকায় তারা আতঙ্কিত হচ্ছেন। নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রানী রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আক্রান্তদের বেশির ভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি জামালপুর জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষায় ০ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে (পিসিআর ল্যাব সহ) আরএ টেস্টে ২০৩ টি নমুনা পরীক্ষায় ৩৯ জন অর্থাৎ মোট ২১৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৯ জন (জামালপুর সদর- ৩৮ জন ও মেলান্দহ- ১ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ ৫৩১১ জন শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘন্টায় সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত হয়েছেন এর মধ্যে জামালপুর সদর উপজেলা- নার্সিং ইনস্টিটিউট ২৯ জন, RAB অফিস ২ জন, পুলিশ লাইন, পাঁচরাস্তা, বজ্রাপুর, কাছারীপাড়া ২ জন, বোসপাড়া ও কালীবাড়ী। মেলান্দহ উপজেলা- মেলান্দহ।
সর্বশেষ সুস্থ- ৩ জন (জামালপুর সদর ২ জন ও মেলান্দহ ১ জন)। সর্বমোট সুস্থ- ৫১৩৯ জন।
সর্বশেষ মৃত্যু- ০ জন।
সর্বমোট মৃত্যু- ৯৫ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ২১৭ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৪২৩৪৫ টি। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, ডা. মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, সারা দেশের মতো জামালপুরে করোনা সংক্রমণ মহামারি আকার করছে। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও ইন্টার্ন চিকিৎসকসহ ১১ জন চিকিৎসক এবং আরও ৪ জন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। করোনা সেবায় হাসপাতালে একটি আলাদা ইউনিট চালু রাখা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।