শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
★মোঃ মাহবুর রহমান★
হে মুজিবতোমার অগ্নিময়ী কন্ঠে লাখো ভিরু হল বীর
তুমি চির উন্নতম বাংলার শ্রেষ্ঠ শীর।
তোমার জন্য বঙ্গ বচন কষ্ঠ মোচন শান্তির ঢল
তোমার জন্য লাখো মায়ের শ্রেষ্ঠ বীরের দল।
তুমি আপোষহীন সংগ্রামী বহাও বীরের দল
তোমার উদ্দীপনায় আজ পরাজীত লাখো ইংরেজ দল।
তুমি বীর মহুত্ত্ব তুমি শ্রেষ্ঠ তোমারি প্রতিদান ষড়ঋতু বঙ্গবাসি আজ মুক্ত।
তোমার জন্য রাখালিয়া ভাটিয়ালী গান
তোমার জন্য বঙ্গবাসে ফুলেরো বাগান।
তোমার জন্য মুক্ত আকাশ মুক্ত বাতাস
নদীর কলোতান পাখির কন্ঠে গান।
তোমার জন্য তাঁতের সুতিবস্ত্র কৃষাণীর মুখেপান
তোমার জন্য জসীম নুজরুল রবীর গান।
তোমার জন্য সবুজ সোনালী ক্ষেত আঁকাবাঁকা পথ
তোমারি সুরে একাত্রীত হয়ে করিবো শপথ।
মোরা একাত্রীত হয়ে গাহিব গীত
এইসব তোমারি জন্য হে মুজিব।✍️✍️
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।