বুধবার, ১৬ Jul ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:
পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Global Greengrants Fund (GGF)-এর আর্থিক সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), বরিশাল জেলা শাখা আজ দক্ষিণ কড়াপুর নূরানী মডেল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচির শুরুতে ধ্রুবতারার সদস্যরা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও ছায়াদানকারী গাছ রোপণ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
মাদরাসার প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয় শান্তা ইসলাম ধ্রুবতারার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দও এই কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করেন।
উল্লেখযোগ্যভাবে, শুধু মাদরাসা প্রাঙ্গনেই নয়, মাদরাসার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও বৃক্ষরোপণ করা হয়, যাতে স্থানীয়দের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে ওঠে।
GGF-এর সহায়তা, মাদরাসা কর্তৃপক্ষের আন্তরিকতা ও ধ্রুবতারার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয়ভাবে এই উদ্যোগটি প্রশংসিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে দেখা যায় দারুণ উৎসাহ ও আনন্দ।
পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে ধ্রুবতারার এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানানো হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।