বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
রেজাউল করিম সবুজ
বিশেষ প্রতিনিধি।
আজ ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়‘ Caring for soils: measure, monitor, manage’।
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি গবেষণা প্রতিষ্টান বারসিকের উদ্যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাশে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনায় স্থানীয় জনগোষ্ঠী, উপসহকারী কৃষি অফিসার, স্থানীয় সরকার, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও উপজেলা স্বেচ্ছাসেবক টিমের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ কৃষিসহ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সুস্হ ভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতিতে আমাদের ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বর শক্তিতে। তখন ছিলো না বাড়টি কীটনাশকের ব্যবহার। বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে মাটি ও পানি দুষিত হচ্ছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য চাহিদা মিটাতে পানি ও মাটির সঠিক ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তারা আরেও বলেন যে, উপকুলীয় এলাকায় নানান ধরণের দুর্যোগের সাথে লবনাক্ততার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির কারণে মাটির স্বাস্থ্য হুমকির মুখে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর চেষ্টা করতে হবে। আজ মৃত্তিকা দিবসে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনের জন্য মাটি ও পানির সুরক্ষার দাবি জানায়।
এসময় মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপত্তিত্বে এবং বারসিক কর্মকর্তা বিশ্বিজিৎ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপসহকারী মাছুম বিল্লাল, মুন্সিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, কৃষানী অনিমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, যুব স্বেচ্ছাসেবক টিমের প্রকাশ মন্ডল, বরসা গাইন সহ প্রমুখ।
এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মথুরাপুর কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্ল্যাকার্ডেরে মাধ্যমে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।