শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের মধুমতি নদী থেকে মাথাবিহীন ও অঙ্গহীন এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চরমানিকদাহ পশ্চিমপাড়া এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সদর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ডিউটির সময় সরকারি বেতার যন্ত্রের মাধ্যমে খবর পান, মধুমতি নদীতে একটি লাশ ভেসে আছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
উদ্ধারের পর দেখা যায়, লাশটির মাথা, দুই পা এবং দুই হাতের গিরার নিচের অংশ নেই। শরীরের বিভিন্ন স্থানের চামড়া ও মাংসও খসে পড়েছে। লাশের পরনে শুধু খয়েরি রঙের একটি জাঙ্গিয়া ছিল। বুকের সঙ্গে নীল ও খয়েরি রঙের একটি চাদর এবং হলুদ রঙের একটি ওড়না দিয়ে বাঁধা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।
পুলিশের ধারণা, প্রায় ২০-২৫ দিন আগে অজ্ঞাতনামা কেউ বা একাধিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর কনস্টেবল এনায়েত হোসেনের মাধ্যমে লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজুমান মফিদুলের সহযোগিতায় গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা (ধারা-৩০২/২০১ পেনাল কোড) দায়ের করেছে পুলিশ।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।