শনিবার, ১২ Jul ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭১’এর রনাঙ্গন খ্যাত হেমায়েত বাহিনীর অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মুন্সির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মৃত আবুল কাশেম মুন্সির ছেলে।
গতকাল রোববার (৬ জুলাই) সন্ধায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ঐদিন বাদ এশা মিরপুর ১নং সেক্টরের রাইন খোলা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৭ জুলাই) সকাল ১০ টায় নিজ গ্রাম হিরণের বাড়ীতে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড অব অনার প্রদান করেন তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।