মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কথিত অবৈধ মাটি কাটার ঘটনায় এনসিপির বাগাতিপাড়া কমিটির নেতা মুনজুর হোসেন ও সাংবাদিক সাজেদুর রহমানের নাম জড়িয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, কোনো ধরনের অনুসন্ধান, প্রমাণ বা বক্তব্য গ্রহণ ছাড়াই একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে তাদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টতই মানহানির অপচেষ্টা এবং দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার নগ্ন উদাহরণ।
এনসিপির বাগাতিপাড়া কমিটির নেতা মুনজুর হোসেন বলেন, “আমাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি কোনো অবৈধ মাটি কাটা, পুকুর খনন বা তথাকথিত সিন্ডিকেটের সঙ্গে কখনো জড়িত ছিলাম না। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যমূলকভাবে আমার নাম ব্যবহার করা হয়েছে। যারা এসব অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃত সত্য আড়াল করে বিভ্রান্তি ছড়াতে চাইছে।”
তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এভাবে একজন রাজনৈতিক কর্মীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
সাংবাদিক সাজেদুর রহমান বলেন, “একজন পেশাদার সাংবাদিক হিসেবে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য, হাস্যকর ও চরম মানহানিকর। সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া হয়নি, যা মৌলিক সাংবাদিকতা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তি নিজের বক্তব্যে আমার নাম উল্লেখ করলেই সেটি সত্য হয়ে যায় না।”
তিনি বলেন, সাংবাদিকতার নামে দায়িত্বহীন আচরণ শুধু ব্যক্তি নয়, পুরো পেশাকেই প্রশ্নবিদ্ধ করে।
প্রতিবাদ বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, যদি কোথাও কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রম হয়ে থাকে, তাহলে প্রশাসনের উচিত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা। কিন্তু প্রমাণহীনভাবে নির্দোষ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদগুলো সংশোধন ও মিথ্যা অংশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তারা প্রচলিত আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
এই ঘটনায় সচেতন মহল দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নতুন করে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।