রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনদিন নিখোঁজের পর। বাড়ির পাশে ছন ক্ষেত থেকে অধর্ধকলিত এক নারীর লাশ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।শুক্রবার(১৬ মে)উপজেলার ধানকোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।নিহত নারীর নাম লক্ষী রানী সরকার(৬০)তিনি ধানকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।নিহতের ছেলে বিজয় কুমার সরকার জানান-মঙ্গলবার
(১৩মে)বাড়ীর আঙ্গিনায় দেখতে পাই এরপর বাড়ীতে বাবা সহ আমরা কেউ ছিলাম না।মা শারিরীকভাবে অসুস্থ ছিল।বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক বিকার গ্রস্থ ছিল।পরে বাড়ীতে এসে মাকে আর দেখতে পাইনি।অনেক খুঁজাখুঁজি করেছি।মাইকিং করেছি কোথাও গত তিন দিন খুঁজে পাওয়া যায়নি।আজ সন্ধায় আমার বোন দুলালী রানী সরকার বাড়ীর পূর্ব-দক্ষিণ পাশে ছন ক্ষেতে গিয়ে মায়ের লাশ দেখতে পায়।পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ ঊদ্ধার করা হয়।কাশিয়ানী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খন্দকার হাফিজুর রহমান জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তসাপেক্ষে জানা যাবে।এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।