মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি গ্রামে গোসলে নেমে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সজল জয়ধর (২০), পিতা পঙ্কজ জয়ধর, এবং অনুছোয়া জয়ধর (৭), পিতা শংকর জয়ধর। তারা একই গ্রামের বাসিন্দা ও আপন চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজল ও অনুছোয়া স্থানীয় প্রশান্ত জয়ধরের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে অনুছোয়া গভীর পানিতে তলিয়ে গেলে সজল তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তিনিও পানিতে ডুবে যান। দীর্ঘসময় পুকুর থেকে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার ওসি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।