শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
আলোর প্রভাত
মাহ্জাবীন আহমেদ
কেনো অকারণ
গুড়িয়ে দিলে মন ,
ঢেকেছো নতুন স্বপ্নে দু’চোখ !
অশ্রু যে ভাসায় শূন্য এবুক ।
কোন সে আস্থা না পাওয়া
তাই বিশ্বাস ভেঙে দেওয়া ,
কোথায় ঘুরালে সেই মুখ
খুঁজে কি পেলে ভিন্ন সুখ !
তবুও ভাবছি আমি
ছিলে,আছো তুমিই দামি ,
আমি তাই বারেবারে
চিরচেনায় যাই ফিরে ,
কখনো যদি মনে করো
কষ্টটা হচ্ছে বড়ো
বাড়িয়ে রেখেছি হাত
হউক সে অবেলা কি রাত ,
ফিরে এসো পাবে
কুয়াশা কেটে ভোর হবে ,
বাড়ানো আছে থাকবেই সে হাত
পাবে আলোকিত এক নতুন প্রভাত !
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।