বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি
মেহেদী হাসান :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাওয়াহ সার্কেলের উদ্যোগে (নোবিপ্রবি) সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকাল ৩ টায় থেকে রাত ৮ টায় পর্যন্ত সীরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের এবং লক্ষ্মীপুর আয়েশা (রাঃ) কামিল মাদরাসার প্রভাষক, দাঈ ও গবেষক আব্দুল কাইয়ূম বিন নূর।
আলোচকরা বলেন, আজকের সামাজিক সংকট, নৈতিক অবক্ষয় এবং বিভাজনের সময়ে নবী করিম (স.) এর আদর্শ তরুণ প্রজন্মের চরিত্রগঠনে দিকনির্দেশনা দিতে পারে।
তারা আরও বলেন, রাসুল (স.) এর শিক্ষায় রয়েছে পরিবার, সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনের জন্য সর্বোত্তম নীতি। সহনশীলতা, দয়া, সত্যনিষ্ঠা ও দায়িত্ববোধ। এই চারিত্রিক গুণগুলো গ্রহণ করতে পারলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সহজ হবে। সীরাতুন্নবী শুধু ধর্মীয় আচার নয়, বরং ন্যায়, নীতি, করুণা এবং সাম্যবোধের সর্বোৎকৃষ্ট উদাহরণ। আধুনিক সমাজে এই মূল্যবোধগুলি তরুণ প্রজন্মকে সঠিক চরিত্র গঠনে সাহায্য করতে পারে।
মাহফিল শেষে সীরাত বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মঞ্চে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা ও নৈতিক উৎকর্ষ বাড়াতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সার্কেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ক্যাম্পাসে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করতে গত বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।