মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
শুক্রবার জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরসতী পূজা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। গোপালগঞ্জে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।