বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া। শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কলোনি পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং দারুল কুরআন ছিদ্দিকে আকবার (রাঃ) এতিমখানার শিশুদের মাঝে এসব কম্বল উপহার দেওয়া হয়।
জানা গেছে, টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে উত্তর জনপথের সীমান্তবর্তী তিস্তা নদী বেষ্টিত নীলফামারীর ডিমলা উপজেলার স্বাভাবিক জীবনযাপন। আর এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষজন। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া। হাড়কাঁপানো এই কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় সীমান্তবর্তী ডিমলা উপজেলাবাসীও কষ্ট পাচ্ছে। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে আজ মাদরাসার শতাধিক এতিম শিশুর হাতে কম্বল উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।