রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল শহরে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে শ্রীমঙ্গল পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নাগরিকদের সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল স্টেশন রোড হতে চৌমুহনা ও হবিগঞ্জ রোডের ফুটপাতমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ফুটপাতের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দীন । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই এস এম জালাল উদ্দিন, শ্রীমঙ্গল থানার (ওসি)তদন্ত্র মো: মোবারক হোসেন।
এসময় ষ্টেশন রোডস্থ মনির এলুমিনিয়ামে দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা এবং হবিগঞ্জ রোডস্থ প্রান্ত ইলেকট্রনিকে এক হাজার পাঁচশত ( ১৫০০) টাকা সহ দুটি দোকান প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে নগদ ১১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে। ফুটপাত ও রাস্তায় দখল করে থাকা বিভিন্ন দোকান নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
পথচারিরা জানান, পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অভিযানের পর পরই ফের দখল হওয়া শুরু হয়ে যায়। এতে জনসাধারণের ভোগান্তি থেকে যাবে বলে মনে করছেন তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।