রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর বিকাল ৪টার গোপালগঞ্জ সদর উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি গত ১৯শে ডিসেম্বর সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি,দৈনিক কালবেলা ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড. আমিনুজ্জামান রিপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, জনকন্ঠের নিতীশ চন্দ্র বিশ্বাস, এটিএন বাংলার চৌধুরি হাসান মাহামুদ, আর টিভির আব্দুল্লা আল মামুন, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব হোসেন সারমাত, টিভি জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি. সময় টিভির জয়ন্ত শের আলী, মাছরাঙা টিভির সাবেত আহম্মেদ, যুগের সাথীর মনির মোল্যা, আলিমুজ্জামান আলিম, বাংলাদেশ খবরের পলাশ সিকদার,আলোকিত প্রতিদিনের মোঃ শিহাব উদ্দিন, আরমান খান জয়,

সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
মিত বিনিময়কালে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের কোন দ্বিমত থাকবে না। আমি গোপালগঞ্জে এসেছি উন্নয়ন করতে, আর আমার এই উন্নয়নে সহযোগী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সাংবাদিকদেরে আহ্বান জানান। তিনি আরো বলেন কোথাও কোনো সমস্য দেখলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানের পথ বের করাতে হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।