শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
মোঃ আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার, বেলকুচি উপজেলা কে.সি শালদাইড় গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদে ৮ নং ওয়ার্ডে কে,সি শালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও কে.সি শালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, বেশকিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ধাতব্য চিকিৎসায় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করতে বললে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। অবস্থার বেগতিক হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।