মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
মো শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীরআত্মহত্যা। নিহতের নাম কাজল খানম (২৬) সে পিরোজপুর জেলার মাছিমপুর গ্রামের হান্নান শেখের মেয়ে। গত পাঁচদিন আগে উদ্দিপন এনজিওর জয়নগর শাখা যোগদান করে। নিহত কাজল মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের শাহাদাত (পসন) শেখের বাড়িতে ভাড়া থাকতো। ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ আসলে এবং কাশিয়ানী থানার এস আই কিবরিয়া ও সঙ্গীও ফোর্সের উপস্থিতিতে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার।
উদ্দীপন এনজিওর ম্যানেজার গৌরপদ শীল জানান আজ ২টার সময় অফিসে আসছিল, অফিস শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যায়।আধা ঘন্টা পর নিহত কাজল খানমের স্বামীর পরিচয়ে ফোন করে সহকর্মীকে জানান আমার সাথে কাজলের কথা কাটাকাটির এক পর্যায়ে মোবাইল সংযোগ কেটে দেয়। বারবার চেষ্টা করার পরও যোগাযোগ করতে না পারছিনা। দয়া করে আপনারা তার বাসায় গিয়ে খোজ নিন।পরে আমি লোক পাঠিয়ে খোজ নিলে বাসার দরজা ভিতর থেকে আটকানো দেখতে পাই। অনেক ডাকাডাকির পরও সাড়া শব্দ না পাওয়া বাসার মালিক দরজার নিচ দিয়ে কাজল খানমকে রশিতে ঝুলতে দেখে কাশিয়ানী থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন খান ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।