মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি রোধ না করলে জনবিস্ফোরণ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবীতে বাংলাদেশ কংগ্রেস কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, একটার পর একটা জিনিসের মূল্য বৃদ্ধি ঘটায় জনগণের নাভিশ্বাস অবস্থা। সরকার জনগণের চেয়ে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত ও শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহবায়ক লায়ন মোঃ আল আমীন বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, সাংস্কৃতিক মুক্তি জোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বিএনজে’র চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ দেবদাস সরকার, এম এ মুঈদ হোসেন খান আরিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম তাহের উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, খাদ্য, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, প্রমুখ।
বাংলাদেশ কংগ্রেসের ন্যাশনাল সিনেট সদস্য নিলুফার সুলতানা, কেন্দ্রীয় যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ আবু জাফর, আনোয়ার কে মোরশেদ, এ্যাডঃ ফকির আবদুল মুজিদ, মোঃ মাহফুজুর রহমান, মোঃ ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব হাসান শেঠ, রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ হাসান আলী, সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমিটির আহবায়ক শেখ জামিল আহমেদ, কেরাণীগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আরিফ রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।