রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে শ্রদ্ধার ফুলে উদযাপিত হয়েছে মহান ১৬ই ডিসেম্বর। দিনটি পালনে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে উপজেলার বিজয় চত্তরের কেন্দ্রীয় স্মৃতিসৌধের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া।
পরে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান। গার্ড অব অর্নার শেষে বিজয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর মাঠে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।