শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জঃ
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ কামরুজ্জামান।
মঙ্গলবার ২২ অক্টোবর সকাল ১০টায় এ আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ(বিআরটিএ) এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা। দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল জেলা প্রশাসন গোপালগঞ্জ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গোপালগঞ্জ জেলা মোঃ মিজানুর রহমান এর পক্ষে মোহাম্মাদ লৎফুল কবির চন্দন, নির্বাহী প্রকৌশলী সওজ গোপালগঞ্জ মোঃ আজাহারুল ইসলাম, মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন বিআরটিএ গোপালগঞ্জ, মো. জুবায়ের হোসেন সভাপতি প্রেস ক্লাব গোপালগঞ্জ, এ জেড আমিনুজ্জামান রিপন সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয় গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পলাশ সিকদার, সদস্য সচিব মোঃ শিহাব উদ্দিন, ও অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ।
মাসুম শিকদার, সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালগঞ্জ, সাধারন সম্পাদক শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ,সাংগঠনিক সম্পাদক হাজী কাবিল মিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ, আল-আমিন সভাপতি ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ, মোঃ কামাল হোসেন সভাপতি জেলা চালক কল্যাণ সমিতি গোপালগঞ্জ মোঃ সুরুজ মোল্লা সভাপতি মাইক্রোবাস রেন্ট এ কার সমিতি, গোপালগঞ্জ, মোঃ কামাল মুন্সি, সভাপতি, ব্যাটারি চালিত অটো মালিক সমিতি গোপালগঞ্জ, অভিভাবকের পক্ষে ১ জন , ছাত্র/ছাত্রীর পক্ষে ১ জন সহ সংশ্লিষ্ট আরো অনেকে। সড়ক দিবসের আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে জান চলাচলের বিধি নিষেধ ও সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উৎসেদের ব্যাপারটিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, লাইসেন্স বিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না। নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অঙ্গীকার। এই অঙ্গীকার কে সামনে রেখে সকলকে এক হয়ে কাজ করতে হবে। গোপালগঞ্জ শহরের ভিতরকার চলমান রাস্তার কাজে কিছু অংশে বাধাগ্রস্ত হচ্ছে, উন্নয়ন কাজে যদি কেউ বাঁধা দেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের ট্রেনিং এর ব্যবস্থা গ্রহন করা হবে। গোপালগঞ্জে হাইওয়ে ঢাকা খুলনা মহাসড়ক ঘেঁষে নির্মান করা হয়েছে ৭ই মার্চ চত্বর নির্দিষ্ট জায়গা না থাকায় এটা সম্পূর্ণ ঝুঁকি পূর্ণ দুর্ঘটনা প্রবন এলাকায় পরিণত হয়েছে, এ ব্যপারে গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দেন। তিনি গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বাস,ট্রাক মাইক্রবাস সহ বিভিন্ন স্টান্ড সৃষ্টি করেছেন, তাদেরকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেবার নির্দেশ দেন এবং বলেন গড়ি রাখার সমস্য হলে আবেদনের পেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করা প্রভাবশালীদের, দখলদারদের অতি দ্রুত তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।