শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলোপ করতে সরকারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বরাবর এক পত্রে আজ এই প্রস্তাব দেন।
পত্রে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষক-কর্মচারীরাই যথেষ্ট। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কোন ভূমিকা রাখে না।
দলটির পক্ষ থেকে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে এসব কমিটিগুলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানিসহ নানা ধরণের অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকে, যার কারণে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, এমপিওভূক্ত ও সরকারী প্রতিষ্ঠানসমুহ পরিচালনা ও নিয়োগ সংক্রান্ত দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের ওপর ন্যাস্ত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি রোহিত করা হোক।
শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পত্রের অনুলিপি প্রদান করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।