বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সোমবার (১৩ মে) নোবিপ্রবি রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন প্রার্থীর ভর্তির শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.nstu.edu.bd/forms_and_downloads.html) থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করার বিস্তারিত। প্রসঙ্গত, পিএইচডি প্রোগ্রামে ভর্তির অনুমতি পাওয়ার পর নির্ধারিত সময়ে ভর্তি ফি জমা না দিলে নিয়মানুযায়ী বিলম্ব ফি প্রদান করতে হবে। থিসিস জমা না হওয়া পর্যন্ত প্রতি বছর একই সময়ে রেজিস্ট্রেশন ফি জমা না দিলে নিয়মানুযায়ী ধার্যকৃত বিলম্ব ফি প্রদান করতে হবে প্রার্থীকে। প্রথম বারের মত পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিতে যাওয়া নোবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, আমরা এর আগেও চেষ্টা করেছিলাম কিন্তু এবার আমরা সফল হয়েছি, আমরা আশা করছি খুব ভালো সাড়া পাবো। আমরা স্টুডেন্ট চাচ্ছি যারা দেশের শিক্ষা ও গবেষণায় অবদান রেখে নতুন উদ্ভাবনের কথা ভাবছেন। তিনি আরও বলেন, আমরা আশা রাখি মৌলিক রিসার্চের ক্ষেত্রে নোবিপ্রবি এগিয়ে যাবে।কেননা উচ্চশিক্ষার জন্য পিএইচডি এবং মৌলিক রিসার্চ কার্যক্রমের বিকল্প নেই।অবশেষে নোবিপ্রবিতে পিএইচডি শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আমাদের প্রত্যাশা। পিএইচডি ডিগ্রিতে ভর্তির বিষয়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণায় একটি নতুন দিগন্তের দ্বারপ্রান্তে আছি আমরা, এখন আমাদেরকে সর্বোচ্চ মান সম্মত ডিগ্রি প্রদানের মাধ্যমে নোবিপ্রবিকে শিক্ষা গবেষণায় আরও এগিয়ে নিতে হবে। উল্লেখ্য, এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথম বারের মত ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।