বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
(ফুয়াদ খন্দকার সদর উপজেলা প্রতিনিধি, জামালপুর):-ফুটবল উন্মাদনায় ভাসছে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চর দাদনা গ্রামের মানুষ। আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট । ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা, তাই তো এই খেলা কে ঘিরে ভক্তদের নানারকম উন্মাদনা দেখা যায় । প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় কে সমর্থন দিতে নানারকম আয়োজন করে থাকে । তেমনি এই ফুটবল ভক্তদের কান্ডে বিস্মিত জামালপুরের মানুষ । বিশ্বকাপ ফুটবলে অনেক দল অংশ গ্রহণ করলেও বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুটি দলের সমর্থক বেশি দেখা যায় । দুই দলেই রয়েছে মেসি ও নেইমার নামের দুজন তারকা খেলোয়াড়। বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি ও নেইমার বাড়ি বানিয়েছেন জামালপুরে। কথাটি শুনতে বিস্ময়কর মনে হলেও প্রতিদিন সেই বাড়ি দেখতে আসছেন অনেকেই। তবে সেই বাড়িতে মেসি ও নেইমার কেউ থাকেন না থাকেন তাদের ভক্তরা। ফুটবলভক্ত শামীম হাসান ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চর দাতনা পূর্ব পাড়া গ্রামের বাদশা আলমের ছেলে। তিনি ইসলামপুর সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি ছোট একটি মুদি দোকান করেন। তার টিন দিয়ে তৈরি বাড়িটিকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। দুর থেকে দেখলে মনে হবে যেন আর্জেন্টিনার পতাকা । যার মাঝখানে এঁকেছেন প্রিয় খেলোয়াড় মেসির ছবি। শামীম হাসান বলেন, ছোটকাল থেকেই তিনি আর্জেন্টিনা ও মেসির খুব ভক্ত। তাই তিনি প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় কে সমর্থন দিতে তার ঘরকে রাঙিয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মূলত এ বিশ্বকাপকে ঘিরেই তার সব আয়োজন । তাই তার এক বন্ধুকে দিয়ে এঁকেছেন মেসির ছবি এবং পতাকা। টিনের চাল ও বেড়ায় শুভা পাচ্ছে মেসির ছবি এবং আর্জেন্টিনার পতাকা। যেখানে একপাশে বাংলাদেশের পতাকাও রয়েছে । শামীমের বাড়ির পাশেই আর এক ফুটবল ভক্ত মিনহাজুল ইসলাম মুন্না তিনি তার পাকা বাড়ির দেয়ালে প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার এর ছবি এঁকেছেন । মুন্না বলেন, আমার প্রিয় দল ব্রাজিল, নেইমার আমার প্রিয় খেলোয়াড়, তাই ভালোবেসে আমার বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়েছি । এবারের কাতার বিশ্ব কাপ খেলা মাঠে বসে দেখার সামর্থ্য আমার নেই তাই আমি ব্রাজিল ভক্তদের নিয়ে আমার বাড়িতে খেলা দেখতে চাই । এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল বলে আমি মনে করি। তবে গ্রামের সাধারণ মানুষ এই দুই ভক্তের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে তারাও খুব আনন্দিত ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।