রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
জুয়েল হাসান সম্রাট ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি
ডুমুরিয়ার চুকনগরে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফাঁয়ার সার্ভিস সুত্রে জানাগেছে,খুলনা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো – জ- ১১-০০৯১ নম্বর যাত্রীবাহি একটি বাস সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-১১-০০৩৯ নম্বর যাত্রীবাহি খুলনাগামী বাসটি চাকুন্দিয়া মাদ্রাসা সামনে পৌঁছালে বেপরোয়া গতি সম্পন্ন বাস দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচন্ড আঘাতে বাস দুটোর সামনের অংশ ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে একটির ভিতর অপরটি ঢুকে যায়। এ সময় আঘাত পেয়ে বাসের হেলপার কালিগঞ্জ এলকার খলিলুর রহমান (৪০), হেলপার ডুমুরিয়ার হাফিজুর রহমান (২৫), যাত্রী আলি মোল্যা (৩৫) সৈয়দ আক্তার আলি (৬৫), মীম খাতুন (২৫) এবং অজ্ঞাতসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিস ডিফেন্স,হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ ভাবে আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংঙ্কা জনক বলে জানা যায়।
এ প্রসংগে খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, দূর্ঘটনা কবলিত বাস দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।