শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা সদরের সীমা সিনেমা হল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর পাঁচ টার দিকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যায় বসত বাড়ির দুইটি রুমের আসবাবপত্রসহ সকল মালামাল।
জানা গেছে, বুধবার ভোর ৫ টার দিকে ডিমলা সদরের সীমা সিনেমা হল সংলগ্ন আব্বাস আলীর ছেলে সাকিল আল-কদর ও সাবেক উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকার বসত বাড়িতে আগুন লেগে প্রায় পাঁচ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আল-কদরের ছেলে আসিফ আল আমিন, কন্যা নুরে জান্নাত ও সাদিয়া আক্তার আম্বিয়ার শিক্ষা যোগ্যতার সকল সনদপত্রও পুড়ে গেছে বলে জানান। আগুন লাগার কারন জানা যাইনি, তবে এটা নাশকতা ঘটনা হতে পারে মর্মে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সংবাদ পেয়ে ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, আমরা খবর পেয়ে, দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।