শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধি:-
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা (৩৬) অটো রিকসার ধাক্কায় নিহত হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো রিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারাত্মকভাবে আহত হন। এবং তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পরলে চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় অটোচালক পলাতক রয়েছে।
নিহত রেবেকা সুলতানা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী এবং চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সুত্র জানায়, বিদ্যালয় থেকে তিনি তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছে এসে অটোরিকশা থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।
পরে স্থানীয়রা ওই শিক্ষিকাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা জানিয়েছেন, এটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা ভীষণভাবে শোকাহত।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা অটোরিকশার ধাক্কায় শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।