শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া সড়কে ২ এপ্রিল ২০২৫ বুধবার বিকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক যুবক ঘটনাস্থলে নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাননেত শেখ (১৬) সে ঝনঝনিয়া গ্রামের কামাল শেখ এর ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার সময় মৃত্যুবরণ করে। তার নাম মারুফ শেখ বয়স (১৬) পিতার নাম মাহফুজ শেখ গ্রাম পার ঝনঝনিয়া । অন্য আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা যায়নি, তবে তাদের সবার অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনাটি সংঘটিত হয়, যখন একটি মাহেন্দ্র গাড়ি ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোহননেত শেখ প্রাণ হারান এবং অন্যান্য আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় জনগণ জানায়, এই সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাই, তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে এই ধরনের দুর্ঘটনা আরও না ঘটে।
এদিকে, নিহত মোহননেত শেখের পরিবারে শোকের মাতম চলছে এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।