বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১০ জুলাই (শনিবার) বওলা ডিগ্রী কলেজের হলরুমে করোনা মোকাবেলা ও প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সবাই মিলে শপথ করি, করোনা মুক্ত ইউনিয়ন গড়ি’ এই স্লোগানে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে কমিটি গঠন ও এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে করোনা মোকাবেলা ও প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জায়েদ মাহবুব খান। মেডিকেল অফিসার ডা:প্রানেশ চন্দ্র পন্ডিত, বওলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল বাতেন খান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, করোনা মোকাবিলায় আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি চলতি লকডাউন সফল করতে মানবিকতা ও কঠোরতার সমন্বয়ে কাজ করার পরামর্শ দেন। লকডাউন বাস্তবায়ন কার্যক্রমে সকলকেই সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সহ করোনা মোকাবেলা প্রতিরোধ কমিটির নিজস্ব উদ্যোগে বিভিন্ন বাজারে লোক সমাগম কমানোর জন্য জনসচেনতা মূলক কাজ করা ও সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় বক্তারা করোনা প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং আলোচনা সভা শেষে করোনা মোকাবেলা ও প্রতিরোধ কমিটির গঠন ও পূর্ণগঠনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের করোনা প্রতিরোধ কমিটির সভাপতি, বিট পুলিশের ইনচার্জ, স্থানীয় স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামীলীগের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীগণ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।