মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
কংগ্রেস নিউজঃ
এ্যাডঃ কাজী রেজাউল হোসেনকে চেয়ারম্যান ও এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামকে মহাসচিব নির্বাচনের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ কংগ্রেসের ৩য় ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল। একই সাথে দলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো দলটি।
২০১৩ সালের ৪ মার্চ প্রতিষ্ঠিত বাংলাদেশ কংগ্রেস উচ্চ আদালতের নির্দেশে ২০১৯ সালের ৯ মে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। নিবন্ধন প্রাপ্তির পর দলটি নিজস্ব প্রতীক ডাব নিয়ে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচনে অংশ নেয়। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন জোটভুক্ত হয়ে বা এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় দলটি।
আজ ১০ মার্চ রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী ও কাউন্সিলের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান শেখ সালাহউদ্দিন সালু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ন্যাপ (মোজাফফর)’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা ভূইয়া, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ শেখ আতিয়ার রহমান, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ বেলায়েত হোসেন বেলাল, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মমতাজ উদ্দিন ফকির, এনডিএম’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল এবং যুগ্ম মহাসচিব হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও এ্যাডঃ মোঃ মিজানুর রহমান।
নির্বাচিত অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবলু, সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক বাদল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম তাহের উদ্দিন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, কৃষি খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলালুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ সাইফুল আলম ফুয়াদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আল আমীন বেপারী, বন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করিম, সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসাইন, গৃহায়ণ জ্বালানি ও নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মুঈদ হোসেন খান আরিফ, যুব ক্রীড়া ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইমদাদুল হক, নারী শিশু প্রবীণ ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক নিলুফার সুলতানা।
আটজন বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রবিউল ইসলাম জাহিদ, রফিকুল ইসলাম শুভ, মোঃ নয়ন মন্ডল, প্রভাঃ মোঃ দেলাব্বার হোসেন, রাহাতুল হোসেন রাহাত, মনিরুল হক চৌধুরী মাহিব, মোঃ বদরুল আলম ও মোঃ শাহাদত হোসেন।
আগামী তিন বছরের জন্য গঠিত বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরো থাকছেন যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম গৃহায়ণ জ্বালানি ও নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ হক আকরাম, যুগ্ম কৃষি খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক খোকন খন্দকার বাবু, যুগ্ম শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিক মিয়া, যুগ্ম আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ সুলতান এ ছবুর চৌধুরী, যুগ্ম সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উল্লাহ খান এবং যুগ্ম ধর্ম ও উপজাতি বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ফখরুল হাসান প্রামাণিক।
দলে কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে থাকছেন ফয়েজ আহমেদ, আবুল কালাম আজাদ, মোঃ বাচ্চু খন্দকার, মোঃ আবুল হোসেন, মোঃ ইমদাদুল হক বাদশা, মোঃ মোস্তাকিম, হাজী মোঃ আনছার রহমান সিকদার, এ্যাডঃ সুলতান আহমদ খান, মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, এ্যাডঃ ফকির আব্দুল মজিদ, মোছাঃ রাফেজা খানম, এ কে এম রেজাউল করিম সেলিম, মোঃ ফজলুর রহমান, মীর মোস্তাক আহমেদ তালিম, মোঃ মাহফুজুর রহমান ও আনোয়ার কে মোরশেদ।
উল্লেখ্য গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে কমিটিতে ৩৩% নারীর রাখার বিধান প্রতিপালনের উদ্দেশ্যে বাংলাদেশ কংগ্রেসের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির কিছু পদ খালী রাখা হয়েছে। উপযুক্ত নারী নেতৃত্ব প্রাপ্তি সাপেক্ষে উক্ত পদসমূহ পূরণ করা হবে মর্মে জানিয়েছেন দলটির নবনির্বাচিত মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।