মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
পরিবর্তন ডেস্কঃ ড্রোনের মাধ্যমে ঢাকা শহরের বাসাবাড়ির ছাদবাগানগুলোতে এডিস মশার লার্ভা খুঁজছে ডিএনসিসিসামান্য কাজে সর্বশক্তি প্রয়োগ বোঝাতে “মশা মারতে কামান দাগানো” বাগধারার কথা হয়তো অনেকেই শুনে থাকবেন। এবার মশা খুঁজতে “ড্রোন দাগানো” হলো ঢাকায়। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মশার সন্ধান বের করতে ড্রোন উড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। সেই এডিস মশার লার্ভা জন্মানোর অন্যতম বড় উৎস হলো বসতবাড়ির ছাদবাগান। ড্রোনের মাধ্যমে ঢাকা শহরের বাসাবাড়ির ছাদবাগানগুলোতে এডিস মশার লার্ভা খুঁজছে ডিএনসিসি।
এডিস মশা নিধনের এ কার্যক্রম প্রসঙ্গে ডিএনসিসি জানায়, ড্রোন উড়িয়ে ছাদগুলো নিয়মিতভাবে পরীক্ষা করা হবে। এর মাধ্যমে কম সময়ে বেশি বাড়ি পরীক্ষার আওতায় আনা সম্ভব। এমনকি যে বাড়িতে মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে।
বুধবার (৫ জুলাই) সকালে মোহাম্মদপুরে ড্রোন উড়িয়ে ছাদবাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি জানান, এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছরই বিভিন্ন কার্যক্রম চালায় ডিএনসিসি। এখন বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বেড়েছে।
সেলিম রেজা বলেন, “এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কিনা বা জমে থাকা পানি মশার প্রজনন আছে কিনা, তা সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসাবাড়িগুলো সার্ভে করা হবে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।