শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন ও তার স্ত্রী মমতাজ মহল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন।
শুক্রবার বিকাল ৬টায় ইউএনও মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীক করোনা পজেটিভ আসে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার নমুনা র্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ। তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। উপজেলায় পরিষদের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কর্মরত ছিলেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।