মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
(বরগুনা) জেলা প্রতিনিধিঃ নাঈম ইসলাম বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের “পায়রা” সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উক্ত সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দীন, সাবেক উপজেলা কমান্ডার তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম আলী হাওলাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড তালতলী শাখা’র ব্যাবস্থাপক মো. রেজাউল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. নূর আলম হাওলাদার, বড়বগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর মিঞা (আলম মুন্সী), গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সর্বোমোট ৪৭ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এরমধ্যে ৩০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড এবং ১৭ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার (এলটি)।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।