বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
ফুয়াদ খন্দকার জামালপুর প্রতিনিধি:
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ার) বিকালে পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গনে এই গ্রন্থমেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তান সরকার এই বাংলায় উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তাদের মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করেছিল। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জন করি। মূলত ৫২ সালের সেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে রূপ নেয়, যার ফলে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এবারের গ্রন্থ মেলায় ১৬টি স্টল ও একটি ফুড কর্নার স্থান পেয়েছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।