শনিবার, ১২ Jul ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ১০১টি পুরস্কার প্রদান করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুরস্কারের মধ্যে রয়েছে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ৩টি, ডিনস অ্যাওয়ার্ড ৩১টি এবং শিক্ষকগণের জন্য ৬৭টি গবেষণা পুরস্কার।
গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তিনজন শিক্ষক পাচ্ছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’। এবারই প্রথমবারের মতো দেয়া হচ্ছে ‘বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড’। এছাড়া ‘বেস্ট জুনিয়র রিসার্চার অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে নবীন ও অভিজ্ঞ গবেষকদের অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ডিনস অ্যাওয়ার্ডের মাধ্যমে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। প্রতিটি বিভাগ থেকে শুধুমাত্র একজন শিক্ষার্থীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
শিক্ষকদের জন্য নির্ধারিত ৬৭টি গবেষণা পুরস্কার তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হবে- বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, বেস্ট রিসার্চ প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড এবং বেস্ট রিসার্চ কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড। এই পুরস্কারগুলো বায়োলজিক্যাল, ব্যবসায় ও মানবিক, জেনেটিক, ফিজিক্যাল ও ইঞ্জিনিয়ারিং— মোট পাঁচটি ক্ষেত্রে দেওয়া হবে।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “আমরা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করতে চাই। ডিনস অ্যাওয়ার্ড সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে এই স্বীকৃতি আরো বিস্তৃত করা হবে। গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতেও আমরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছি।”
নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “বিগত প্রশাসন রিসার্চের জন্য কোনো পুরস্কার প্রদান করেনি। আমরা শিক্ষকদের তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিচ্ছি। পাশাপাশি গবেষণায় যেন আরও উৎসাহিত হন, সে লক্ষ্যে কাজ করছি।”
বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে ইতোমধ্যে নোবিপ্রবিতে শুরু হয়েছে উৎসবমুখর নানা আয়োজন। রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।