বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে বাস চাপায় মাবিয়া বেগম( ৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঢাকা- খুলনা মহাসড়কে, গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা মাবিয়া বেগম সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে, ঘটনাস্থলে সড়ক পারাপার হচ্ছিলেন এই বৃদ্ধা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ( ইমাদ ) পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায় এবং মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে শত শত স্থানীয়লোকজন মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখায় রাস্তার দুই পাশে কয়েকশ” যানবাহন আটকা পড়ে । পরে আনুমানিক রাত ১১ঃ৩০ মিনিটের দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল সাভাবিক হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।