শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
মোঃ সোলায়মান হাওলাদার
বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপার মুশুরীকাঠী স্ললিজের একটু দক্ষিণে গিয়ে রাস্তার পাশে গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড সুহারি গ্রামের হুমায়ুন সিকদারের কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী মিম আক্তার (১৩) গত রবিবার নিখোঁজ হয় ২৯/0৬/২২ রোজ বুধবার সকালে বাড়ির পাশে কচুরিপানা মধ্যে লাশ দেখতে পায় স্হানীয় জনগণ। সাথে সাথে গলাচিপা থানা ইনচার্জকে খবর দেয়। তিন দিন পরে লাশ পাওয়া যায়।তিন দিন আগে মেয়ের মা গলাচিপা থানায় মেয়ের নিখোঁজ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছিলেন সেখানে দুজনের নাম উল্লেখ করা এই মুহূর্তে কেউ মুখ খুলছে না
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে যেমন পায়জামা ছিরা পাজামা উল্টো পড়ানো গালে আঘাত গলায় আঘাত পায়ে আঘাত। বতর্মানে লাশ পোস্ট মের্ডাম করতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।