রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধি :
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে মনতলা প্রিমিয়ার লিগ ২০১৯-২০২০ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ টায় মনতলা ফুটবল প্রিমিয়ার লীগ২০১৯-২০২০ কমিটির উদ্যোগে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে জমজমাট ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
মনতলা প্রিমিয়ার ফুটবল লীগ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, বেসামরিক বিমান ও পর্যটন পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোছাব্বির হোসেন (বেলাল)।
মনতলা প্রিমিয়ার ফুটবল লীগ এর
খেলায় সভাপতিত্ব করেন ৩ নং বহরা ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন ০৪ নং আদাঐর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান ফারুক পাঠান, ০২ নং চৌমুহনী বর্তমান চেয়ারম্যান মো: আপন মিয়া,মনতলা শাহজালাল সরকারী কলেজের ব্যবসায়ী বিভাগের প্রধান অলক চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামী লীগের মাধবপুর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু কামেশ রন্জন কর, মনতলা তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর মো:আব্দুল কাইয়ূম,বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বহরা ইউপি শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমান, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মিজানুর রহমান, বহরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমজাদ আলী শাহীন,অপুরুপা বালিকা উচ্চ বিদ্যাকয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার,বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম (হিরণ),বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ৩ নং বহরা ইউপি শাখার সভাপতি মোঃ সাইফুল আলম (সুমন),মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম শান্ত প্রমুখ। টুনামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ সাগর আহমেদ।
দুই দলের খেলোয়ার ও কমিটির ও মাঠের বাহিরে আসা দর্শক সহ সবাই মিলে দাড়িয়ে জাতীয় সংগীত শুনেন।
মনতলা প্রিমিয়ার ফুটবল লীগ ২০১৯-২০২০ এর সার্বিক তত্বাবধানে ছিলিন মো : শেখ সাগর আহাম্মেদ। খেলাটির ধারাভাষ্যকার দায়িত্বে ছিলেন রাসেল পাঠান ও মো : বাদল মিয়া।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন সুবিদপুর ফুটবল একাদশ বনাম রাজনগর ফুটবল একাদশ। খেলায় উভয় দলই নির্দিষ্ট সময়ে কোনো গোল করতে না পাড়ায়। দুই দলের অধিনায়ক ও খেলা কমিটির সিদ্ধান্তে শেষে ট্রাইবেকার এ ৪-৫ গোলে জয়লাভ করেন সুবিদপুর ফুটবল একাদশ।
ট্রাইবেকার শেষে অতিথিবৃন্দ রানার্সআপ দলের অধিনায়ক এর হাতে তুলে দেন একটি আকর্ষনীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেন ৩২ ইঞ্চি এলইডি টিভি । বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ মাঠে বসে ও দাঁড়িয়ে জমযমাট ফাইনাল খেলাটি উপভোগ করেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, মোঃ হামিদুর রহমান, পবিত্র দেব নাথ, ইউপি সদস্য কামাল হোসেন, ইউনুস মিয়া, সাগর আলী প্রমুখ সহ আরো অতিথি বৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।