শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
পবিএ দেব নাথ মাধবপুর প্রতিনিধি:
আজ ২৮ শে জুলাই রোজ মঙ্গলবার হবিগন্জের মাধবপুর উপজেলা মনতলা ইসলামিক মহিলা মাদ্রাসাতে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে ইসলামিক মহিলা মাদ্রাসা মনতলা এই মাদ্রাসাতে কিন্ডারগার্টেন, আদর্শ নূরানী, নাজেরা ও কিতাব বিভাগ চালু আছে পড়ালেখার সুবিধা রয়েছে। ইসলামিক মহিলা মাদ্রাসাতে ২৬ খানা কোরআন শরীফ ও ৫ সেট কিতাব হাদিয়া হিসেবে দেওয়া হল।
তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে
২৬ খানা কোরআন শরীফ ও ৫ সেট কিতাব নিয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কয়েক জন সদস্য। এটি তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে থেকে ১৮ তম কাজ সম্পূর্ণ হলো আজ মনতলা ইসলামিক মহিলা মাদ্রাসাতে দেওয়ার মাধ্যমে।
এই ইসলামিক মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব ক্বারি মো : তাজুল ইসলাম ৩০/০৫/২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হয় ।
মহিলা মাদ্রাসতে ২৬ টি কোরআন শরীফ ও ৫ সেট কিতাব হস্তান্তর কালে উপস্থিত উপস্থিত ছিলেন প্রধান অতিতি মুজিবুর রহমান বাহার, মনতলা জামে মসর্জিদের ইমাম খালেদ সাইফুল্লাহ, এলাকার ময় মুরবীগন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ্ব ক্বারি তাজুল ইসলাম বলেন, এই মাদ্রাসাতে ৫৯ জন ছাত্রী আছে কিন্ডারগার্টেন, আদর্শ নূরানী, নাজেরা ও কিতাব বিভাগ চালু আছে । মাদ্রাসাতে ২৬ টি কোরআন শরীফ ও ৫ সেট কিতাব পেয়ে ছাত্রীরা অনেক খুশি তাই তাকওয়া ইসলামি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জাবেদ মিয়াকে ধন্যবাদ জানাই ওনি যেন ইসলামিক কাজ করতে পারে।
তাকওয়া ইসলামি ফাউন্ডেশন এর পক্ষে সেই সময় উপস্থিত ছিলেন আহাদ নাদিয়া, সুহেল, বায়েজিদ আহম্মেদ খান, জহিরুল, জাবেদ ওমর, ইসমাইল, আকিল খান ও মামুন সহ আরো অনেক।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী জাবেদ মিয়া সাথা আলাপ করলে জনাব জাবেদ মিয়া বলেন, প্রবাসী ও দেশের সকল সদস্যদের সাথে নিয়ে
ইনশাআল্লাহ আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই মানবতার কাজে….।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।