বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
স্বপন রবি দাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ পৌরসভার আমির চাঁন মার্কেট সংলগ্ন একটি পুকুর থেকে শেখ আনোয়ার হোসেন (৪৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।সোমবার(০১মে) সকালে লাশটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্ত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে।নিহত ওই ব্যাক্তি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বাসিন্দা মৃত আরাজ উল্লাহ নানু মিয়ার পুত্র শেখ আনোয়ার হোসেন।এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার এসআই রুবেল জানান স্হানীয় লোকজন খবর দিলে আমরা পৌরসভার পুকুর থেকে স্হানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করি এবং সুরতহাল সম্পন্ন করি। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায় তিনি সাবেক বিজিবি সদস্য ছিলেন মানসিক সমস্যার কারনে তাকে চাকরি থেকে অব্যাহত দেয়া হয়। আমরা ধারনা করছি এক্সিডেন্টলি পুকুর পরে মৃত্যুবরণ করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।