শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
সাভারে মোঃইয়াসিন,সাভার(ঢাকা)প্রতিনিধি:
ঢাকা’র অদুরে সাভারে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য ও মুখে মাস্ক না পড়ায় পথচারীসহ কয়েকটি রেষ্টুরেন্টকে ও বিভিন্ন দোকানি কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার(১৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে সাভার সিটি সেন্টারের একটি ফার্মেসী দোকান, বাজার বাসষ্ট্যান্ডের নীহারিকা, মোল্লা ও থানা রোডের দিগন্ত রেষ্টুরেন্টকে সর্বমোট ৬১ হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময় মাস্ক না পড়ায় ৬ পথচারীকেও আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,সরকার সীমিত পরিসরে সবকিছু খুলে দেয়ার পরে আমরা জনগণকে স্বাস্থ্য বিধি মেনে সবকিছু করার জন্য তাগিদ দিয়ে আসছি। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে মাস্ক পরিধান না করা, বেশী মূল্য রাখা এবং স্বাস্থ্য বিধি না মানায় ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় কয়েকটি রেষ্টুরেন্টকে মোট ৬১৭০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গ গতকালও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পথচারীসহ কয়েকটি দোকানে মোট ২৭৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছিল।
জনগনের স্বার্থে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রামন রোধে ও সকলকে স্বাস্থ্য-বিধি মেনে চলা ও সচেতন করতে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।