বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
এস,এম,শামীম (ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
৫ই ফেব্রুয়ার ২০২৫ ইং (বুধবার) টঙ্গী তুরাগ নদীর পাড়ে লাখো মুসল্লিদের উপস্থিতিতে দুপুর ১২ ঘটিকায় দোআ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইজতেমা পর্ব।
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জরুরী ঔষধ ও স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন “বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি” গাজীপুর জেলা শাখা। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় রয়েছেন, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি ও বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি।
বাংলাদেশ ইউনানি ডক্টর’স সোসাইটি গাজীপুর জেলা শাখার সভাপতি হাকীম মোঃ আবুল কাসেম আজাদের নেতৃত্বে দ্বিতীয় ধাপে চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন, ডাঃ আঞ্জুম ফছি উদ্দিন সরকার, ডাঃ তবিবার রহমান, ডাঃ আঃ রাজ্জাক, ডাঃ ইকবাল হোসেন।
এছাড়াও চিকিৎসা ও স্বাস্হ্য সেবায় দায়িত্ব পালন করেন ইউনানী চিকিৎসক হাকীম এস এম শামীম, হাকীম সাজ্জাদুল ইসলাম শুভ, হাকীম মোঃ নূর হোসাইন, হাকীম ইদ্রিস আলী, হাকীম মুকলেছুর রহমান, কবিরাজ মোঃ মিজানুর রহমান সবুজ প্রমুখ।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে ফ্রি মেডিকেল ক্যাম্পে থেকে সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য, ডিবি, আনসার, র্র্যাব, গাজীপুর সিটি কর্পোরেশন কর্মকর্তা ও জেলা প্রশাসক, সিভিল সার্জন এর প্রতিনিধিগণ সহ প্রায় ৫২ হাজার ৪ শত জন ব্যক্তি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
বাংলাদেশ ইউনানী শিল্প সমিতির সাবেক সফল সভাপতি, রাসনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর এমডি আলহাজ্ব হাকীম আব্দুর রব ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন কালে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ মতামত প্রকাশর মাধ্যমে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ভাবে ঔষধ দিয়ে সহযোগিতা করেছেন, নেপচুন ল্যাবরেটরীজ লিঃ, ইবনে হায়সাম ল্যাবরেটরীজ লিঃ, ওরিয়েন্টাল ল্যাবরেটরীজ লিঃ, ক্রাউন ল্যাবরেটরীজ, শিরিন ল্যাবরেটরীজ, রাসনা ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল ল্যাবরেটরীজ, আল-সাফা ল্যাবরেটরীজ, সানজ্ বাংলাদেশ, এডোরা ল্যাবরেটরীজ, ম্যাবকো এরিকো ল্যাবরেটরীজ, ন্যাচার ল্যাবরেটরীজ, জেনিয়াল ল্যাবরেটরীজ, প্যারেন্ট ইউনানী ল্যারেটরীজ, হ্যাপি ল্যাবরেটরীজ, আশরাফুল ল্যাবরেটরীজ, ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ, ইউনিড্রাগ ল্যাবরেটরীজ, এম.এস ল্যাবরেটরীজ, হামজা ল্যাবরেটরীজ, আধুনিক ল্যাবরেটরীজ, বোটানিক ফার্মা, এপেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা ও সেবা ল্যাবরেটরীজ সহ আরো অনেকেই।
ইজতেমায় আগত চিকিৎসা সেবা গ্রহণকারী মুসল্লিরা, সাধারণ জনগণ বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি গাজীপুর জেলা শাখার ফ্রি মেডিকেল ক্যাম্প সেবাকে স্বাগতম জানান ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটির দায়িত্বশীল নেতৃবৃন্দদের তথ্য মতে, ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্হ্য সেবা অব্যাহত রাখতে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রাথমিক চিকিৎসা সেবা সমূহ, তৃতীয় ধাপ পর্যন্ত সকল সেবা কর্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গাজীপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কতৃপক্ষ স্বাস্হ্য সেবা কাযাক্রমের সকল বিষয়ে অবগত আছেন এবং পরবর্তী কার্যক্রমে সার্বিক সহযোগীতারও আশ্বাস প্রদান করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।