শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :-
এই নীতি এবং বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সঙ্গীয় অফিসার এবং ফোর্সদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর থানা হতে অনুমান ২৫ কি.মি. পথ পাড়ি দিয়ে অজ পাড়া গাঁয়ে এসে গ্রামের মেঠো পথ , বাঁশের সরু সাঁকো পেরিয়ে নিজড়া ইউপির নারকেলবাড়ি গ্রামের মোট ০৫ (পাঁচ)টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এই সময়ে নিজড়া ইউপির চেয়ারম্যান জনাব আহম্মেদ আলী মিনা ধলু অফিসার ইনচার্জের সাথে থেকে পথ নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ পূজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ নিজড়া ইউপির চেয়ারম্যানের সভাপতিত্বে নিজড়া ইউপির মোট ০৮টি পূজা কমিটির সভাপতি এবং সেক্রেটারি সহ স্থানীয় হিন্দু মুসলিম জনগণের সাথে মত বিনিময় সভা করেন।
স্থানীয় লোকজন থানা থেকে এত দূরে পূজা মন্ডপ পরিদর্শন করায় পুলিশকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে সকল সম্প্রদায়ের সহযোগিতায় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে “ধর্ম যার যার, উৎসব সবার” এই নীতিতে বিশ্বাস রেখে সকল সম্প্রদায় মিলে একটি সুন্দর এবং উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন করার জন্য সকলে নিকট আহ্বান জানান। তিনি পূজা মন্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এরপর তিনি স্থানীয় লোকজনদের বিভিন্ন সমস্যা কথা মনযোগ দিয়ে শুনেন এবং সকল প্রকার আইনী সহায়তা করার আশ্বাস দেন। অফিসার ইনচার্জ যে কোন আইনী প্রয়োজনে সরাসরি তাঁর অফিসে চলে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান, এর জন্য কোন দালাল ধরার প্রয়োজন নাই বলে সকলকে আশ্বস্ত করেন। তখন স্থানীয় লোকজন আশ্বস্ত হয়ে করতালির মাধ্যমে অফিসার ইনচার্জের বক্তব্যকে স্বাগত জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।