মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ফিরোজ আহমেদ
পটুয়াখালী প্রতিনিধি;
৫ মে’২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) পটুয়াখালী সদর হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আওয়ামী স*ন্ত্রা*সী*দে*র হা*ম*লা*য় মারাত্মক আ*হ*ত চলতি বছরের এস সি পরীক্ষার্থী ওবাইদুল ইসলাম(১৮)।
গত ২ মে শুক্রবার নিজ বাড়ির উঠানে জায়গায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এলাকার দীর্ঘদিনের চিহ্নিত আওয়ামী স*ন্ত্রা*সী*রা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো বগি দা,খুর , বাঁশের লাঠি ও গাছের ডাল ভেঙে দেশীয় ধারালো অস্ত্রের সজ্জিত হয়ে আ*ক্র*ম*ণ করে
রাসেল গাজী পিং
রফিক গাজী, সহযোগী সীমা, এবং
মোজাম্মেল গাজী, পিতা রাজ্জাক গাজী, নাসিমা সোনাগাজী, পিতা বারেক গাজু, মুসা গাজী, মোকসেদ গাজী, মনির গাজী, সরবানু,পিতা লালু গাজী, মাইনুল, পিতা মনির গাজী, রুবেল গাজী, রুমান,পুতুল,শেফালী,ও বাবুল গাজী পিতা লালু গাজী। ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার বিকেল পাঁচটায় নিজ বাড়ির উঠানে অবস্থানকালে পুরান বাড়িতে বিবাদীপক্ষের বিল্ডিং তোলার জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির ঔষধ কোম্পানিতে কর্মরত সোহেল গাজীর একমাত্র ছেলে ওবায়দুল ইসলাম(১৮) এবং তার বোনের ছেলে বেড়াতে আসা মোঃ তারেক (১৮) পটুয়াখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। দুজনের উপর অতর্কিতে হা*ম*লা করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় বর্তমানে ২৬ এবং ২৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে দু’জনেই।এ ব্যাপারে ওবায়দুলের মা হনুফা বেগম
বাদী হয়ে রাসেল গাজী মোজাম্মেল, খালেক গাজী ও
নাসিমার নামে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নাম্বার ৮ , ২/৫/২০২৫ ইং)।
ওবায়দুলের গ্রামের বাড়ি গাজী বাড়ি সাং ধর্মনারায়ণ পোস্ট হাজির হাট( ব্রিক ফিল্ড )আঠারোগাছিয়া ইউনিয়ন,থানা আমতলী জেলা বরগুনা।অপরাহত তারেক পিতা হানিফ পেদা গ্রাম পূর্ব কেওয়াবুনিয়া পোস্ট চুনাখালী ইউনিয়ন কুকুয়া উপজেলা আমতলী জেলা বরগুনা।
এলাকার কথিত স*ন্ত্রা*সী ও আওয়ামী দলের সদস্য
পুরো পরিকল্পিত হা*মলা করে আমতলী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন বাদী পক্ষের বিরুদ্ধে বর্তমানে উভয় পক্ষের মামলার কারণে অধিকাংশই গা-ঢাকা দিয়ে আছেন এমতাবস্থায় সঠিক তদন্ত সাপেক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন এলাকার সচেতন মহল।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।