শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী জনাব মাষ্টার— এমন অভিযোগ উঠেছে স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের কাছ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দখলকৃত ওই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও কিছু স্থাপনা নির্মাণ করেছেন। একাধিকবার মসজিদ কমিটি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জায়গাটি ছাড়ার অনুরোধ জানালেও তিনি তাতে সাড়া দেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
মসজিদ কমিটির সদস্যরা জানান, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত, যা মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাব মাষ্টার বহু বছর ধরে অবৈধভাবে জায়গাটি দখল করে রেখেছেন। এতে মসজিদের সম্প্রসারণ, সংস্কার ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।
রামপাড়া এলাকার সাধারণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শুধু জমি দখলের ঘটনা নয়, এটি ধর্মীয় সম্পত্তি দখলের দুঃসাহসিক উদাহরণ।” তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে মসজিদের জমি দখলমুক্ত করে ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও মুসল্লিদের অধিকার রক্ষা করা যায়।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং রামপাড়া জামে মসজিদের জমি পুনরুদ্ধার করবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।