সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বুধবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। পরে সালামতপুর বাইপাস এলাকার একটি জলাশয়ে উদ্ধারকৃত বালিহাস পাখিগুলো অবমুক্ত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া এবং পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২–এর ৩৮(২) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, “অবৈধভাবে পাখি শিকার ও বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।