শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ-
পবিত্র রমজানে ঈদ উপলক্ষে খাবার হোটেলে আগত যাত্রীদেরকে জিম্মি করে চলছে হয়রানিমূলক প্রতারণার রমরমা ব্যবসা।
ফুলপুর হাসপাতাল রোড বালিয়ার মোড় শশা বাজার (উওর পাশে) অবস্হিত মায়ের দোয়া ভাই ভাই হোটেল (স্বামী স্ত্রীর) হোটেল নামে পরিচিত মনু মিয়ার খাবার হোটেলে কাস্টমারদের জিমি করে খাবারে অতিরিক্ত মূল্য গ্রহণের মাধ্যমে চলছে গলা কাটা ব্যবসা। সেহেরির সময়ে ঢাকা সহ বিভিন্ন দূর প্রান্ত থেকে আসা যাত্রীদের কাছ থেকে খাবারে রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য, এমনটাই অভিযোগ করছে একাধিক কাস্টমারগন।
তাদের অভিযোগ ভাতের মূল্য রাখা হচ্ছে ২০ টাকা প্রতি প্লেট, এক প্লেট গরুর মাংসের মূল্য রাখা হচ্ছে ১৬০ টাকা, ছোট চার পিচ হাফ প্লেটের গরুর মাংসের মূল্য রাখা হচ্ছে ১০০টাকা, মুরগির মাংসের মূল্য প্রতি প্লেট ১০০ টাকা, মাছ বিক্রি করা হচ্ছে প্রতি টুকরো পিচ ১২০ টাকা।খাবারে চড়া মূল্যে দাম রাখার ফলে একাধিক ব্যক্তি অভিযোগ করলে চড়াও হন হোটেল কতৃপক্ষ।
সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান আমি এই হোটেলে রমজানের শুরু থেকে নিয়মিত প্রতিদিন খাবার খেয়ে আছি, কিন্তু দুদিন ধরে লক্ষ্য করছি খাবারে অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে। দুদিন আগেও খাবারের মূল্য ছিল প্রতি প্লেট ভাত ১৫ টাকা তা আজকে বেড়ে হয়েছে ২০ টাকা। গরুর মাংস হাফ প্লেট ৮০ টাকা ছিল এখন রাখা হচ্ছে ১০০/১২০ টাকা, ফুল প্লেট গরুর মাংসের মূল্য রাখা হতো ১৫০ টা, তা আজকে ১৬০ টাকা রাখা হচ্ছে। মুরগি মাংস দুদিন আগেও ছিল ৭০ থেকে ৮০ টাকা তা আজকে বেড়ে হয়েছে ১০০ টাকা। যেই মাছের পিস দুদিন আগেও ছিল ৭০ থেকে ৮০ টাকা তা আজকে বিক্রয় করা হচ্ছে ১২০ টাকা, যা সম্পুর্ণ অযৌক্তিক ও বেআইনি। এটা মানুষকে জিম্মি করে এক ধরনের প্রতারণা বলা চলে।
সরেজমিনে দেখা যায়, হোটেলটিতে খাবারের মূল্য তালিকা না থাকায়, আগত কাস্টমারগন খাবার খেয়ে নিরুপায় হয়ে অবশেষে বাধ্য হচ্ছেন উচ্চ মূলোর বিল পরিশোধ করতে।
একাধিক ব্যক্তির তথ্য মতে, খাবার খেতে আসা কাস্টমারদের এভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার এমন প্রতারণা ও হয়রানি মূলক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিকভাবে ভাবে আইনগত ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এমন হয়রানি মূলক অচড়নের শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে, এসব প্রতারণামূলক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণে ফুলপুর উপজেলা প্রশাসনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাৎক্ষণিক যোগাযোগ করতে না পারায়, বিষয়টি পরবর্তীতে গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।