বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
এস,এম,শামীম (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ–
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৮ নভেম্বর ২৪ ইং ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড বাজার এবং আমুয়াকান্দা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয়।
সরকারি ধার্যকৃত মূল্যের তুলনায় অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।
অন্যথায় আইনানুগ ব্যবস্হা গ্রহণে কঠোর নির্দেশনা পালন সহ সবাইকে সতর্কতা জানানো হয়।
এছাড়াও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভিবিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্যে উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় মোট ৫ টি মামলায় ১২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ফুলপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাদিয়া ইসলাম (সীমা) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর ময়মনসিংহ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত উপজেলা প্রশাসক কর্মকর্তা।
এসময় অভিযান পরিচালনা কালে সহযোগিতায় ছিলেন এস আই তারিকুল ইসলাম সহ ফুলপুর থানার পুলিশ সদস্য ও স্হানীয় সাংবাদিকগণ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।