বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ নাঈম মৃধা
বরগুনার তালতলীতে পানির মটার চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নয়ন হাওলাদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ৭ জুন সকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রাচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার কাশেম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙ্গিনায় ফুল গাছে পানি দেওয়ার জন্য মটার চালু করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
তালতলী থানা ওসি সাখাওয়াত হোসেন তপু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।