শনিবার, ১২ Jul ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। বয়স ৬০ হতে আর মাত্র বছর পাঁচেক বাকি। তবে এখনও লাখো ভক্তের ঘুম কেড়ে নেয় তার রূপ লাবণ্য। এ অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন উঠেছে।
অস্ত্রোপচার করিয়ে শরীরের এক অঙ্গের হাল নাকি রীতিমতো বিকৃত করে ফেলেছেন তিনি, এমনটা অভিযোগ নেটিজেনদের।সম্প্রতি ‘ঝলক দিখলা জা’ ডান্স রিয়ালিটি শো’র শুটিংয়ের ফাঁকে পাপারাজ্জিদের সম্মুখীন হয়েছিলেন মাধুরী। তাকে দেখা গেছে গোলাপি রঙের শাড়িতে। সেখানেই তার ঠোঁট দেখে অবাক সবাই।সে সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় তার কিছু ধরা পড়েছে। ছবি সামনে আসার পর থেকেই ভক্তদের একটা বড় অংশ মনে করছেন মাধুরী নাকি ঠোঁটে সার্জারি করিয়েছেন। যাকে বোটক্স বলে। খবর বলিউড লাইফের।
অতীতে রাখি সাওয়ান্ত থেকে শুরু করে আয়েশা তাকিয়া এমনকি টালিউডের সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রেও এই অস্ত্রোপচার করানোর অভিযোগ ওঠে। মাধুরীর ছবি দেখে অনেকেই বলছেন যে মাধুরীও বোটক্স করিয়েছেন। অনেকের দাবি মাধুরী হাসছে। অনেকেরই মতে, এর ফলে তার সেই প্রাণখোলা হাসিই যেন উধাও। তিনি হেসেছেন ঠিকই, কিন্তু সেই হাসিতে নেই প্রাণ, দাবি নেটিজেনদের।বোটক্সের গুঞ্জনে উত্তাল নেটপাড়া। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি এই অভিনেত্রী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।